Home / খেলার খবর / অধিনায়ক হতে না হতেই, টেস্ট সাকিবের চমক

অধিনায়ক হতে না হতেই, টেস্ট সাকিবের চমক

টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে গেলেন সাকিব আল হাসান। রবিচন্দ্রন অশ্বিন এবং জেসন হোল্ডারকে টপকে টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠে গেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। সাকিবের আগে আছেন কেবল ভারতের অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে দলের ভরাডুবিতেও আলো ছড়িয়েছেন একজন। তিনি আর কেউ নন, সাকিব আল হাসান।

ব্যাট হাতে দুই ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে দলকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন। এছাড়া প্রথম ইনিংসে বল হাতেও ছিলেন সমান কার্যকর। এবার সেটিরই পুরস্কার পেলেন মিস্টার সেভেন্টিফাইভ।

Check Also

স্বাগতিকদের উড়িয়ে দিয়েই সফর শুরু করলো পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারত

ইংল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরুর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির লড়াইয়ে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। দুই …

Leave a Reply

Your email address will not be published.