একটি মঞ্চনাটক সফলতার সঙ্গে উপস্থাপনে এর অভিনয়শিল্পী ছাড়াও মঞ্চ প্রস্তুতকারী, লাইটম্যানরা থাকেন আড়ালের নায়ক হয়ে। তাদের ছাড়া কোনোভাবেই সঠিকভাবে এর উপস্থাপন সম্ভব নয়। তেমনি বাংলাদেশ ক্রিকেটের অনেক অনেক জয়ে সামনের নায়কদের সঙ্গে আছেন একজন অন্তরালের নায়ক। যার অনেক অনেক বীরত্বগাথাও থেকে যায় আড়ালেই। তিনি মাহমুদউল্লাহ রিয়াদ।
তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহ রিয়াদকে। নিয়ে শক্তিশালী দল গড়েছে মিনিস্টার ঢাকা। দলটির অধিনায়ক কে হবেন এ নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছিল। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহকেই অধিনায়ক ঘোষণা করেছে দলটি। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দলটি।
এই তিন তারকা ছাড়াও রুবেল হসেন, নাইম শেখ, শফিউল ইসলাম, শামসুর রহমান ও এবাদত হোসেনদের নিয়ে শক্তিশালী দল গড়েছে ঢাকা। দলটিতে বিদেশি ক্রিকেটার হিসেবে আছেন নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ শাহজাদ, ইসুরু উদানার মতো আন্তর্জাতিক ক্রিকেট মাতানো তারকারা।